Monday, May 8, 2017

রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি

*রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার জন্য*
*ভূগোলের সম্ভব  ও  গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর* 

১। সৌরজগতের বৃহত্তম গ্রহ হল-বৃহস্পতি
২। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল—বুধ
৩। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ,তার নাম– চন্দ্র
৪। যে গ্রহের কোনো উপগ্রহ নেই -শুক্ল
৫। যে গ্রহের উপগ্রহের সংখ্যাবেশি- বৃহস্পতি
৬। সবচেয়ে শীতলতম গ্রহটি হল—নেপচুন
৭। সবচেয়ে বেশি উত্তপ্ত গ্রহ হল-শুক্ল
৮। গ্রহকে নীলগ্রহ - পৃথিবী
৯। লাল গ্রহ -মঙ্গল
১০। সৌরজগতের প্রধান কেন্দ্র হল–সূর্য
১১। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায়— ১৫ কোটি কিমি
১২। পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে এগিয়ে যায়-৩০ কিমিবেগে
১৩। পৃথিবীর পরিক্রমণ কক্ষের দৈর্ঘ্য-৯৬৫০ লক্ষ কিমি
১৪। পরিক্রমণের সময় পৃথিবী আপন কক্ষতলের কত ডিগ্রি কোণে অবস্থান করে ?-66½º
১৫। পৃথিবীর একবার আবর্তনের কালকে বলে— সৌরদিন
১৬। নিরক্ষরেখার অক্ষাংশ– 0º
১৭। পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায়- ৯৬ কোটি কিমি
১৮। চাদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে- ১.৩ সেকেন্ড
১৯। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে– ৮.২ মিনিট
২০। পৃথিবীর চতুর্দিকে ঘুরতে চাদের সময় লাগে-২৭ দিন
২১। সূর্য পৃথিবীর আয়তনে প্রায়-১৩ লক্ষ গুণ বড়
২২। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন— এরাটোসথেনিস
২৩। পৃথিবীর গতি আছে- দুটি
২৪। আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের- পঞ্চম গ্রহ
২৫। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী- তৃতীয় গ্রহ
২৬। প্রমাণ করেন যে পৃথিবীসূর্যের চারদিকে ঘুরছে -কোপারনিকাস
২৭। সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর-করোনা
২৮। একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে বলা হয়- সৌর বৎসর
২৯। পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয়-৩ রা জানুয়ারি
৩০। সূর্যের উত্তরমুখী আপত গতি বা উত্তরাণের সময় -২২ডিসেম্বরথেকে ২১ জুন
৩১। সূর্যের দক্ষিণমুখী আপাত গতিবা দক্ষিণায়নের সময় -২১ জুনের ককৰ্টসংক্রাত্তি থেকে ২২ ডিসেম্বর মকরসংক্রাত্তি
৩২। পৃথিবী থেকে সূর্যের দূরত্বসর্বাধিক হয়- ৪ জুলাই
৩৩। মহাবিষুব সংঘটিত হয়-২১মার্চ
৩৪। জলবিষুব সংঘটিত হয়-২৩সেপ্টেম্বর
৩৫। সূর্যকিরণ কর্কটক্রান্তিরেখার উপর লম্বভাবে পড়ে-২১ জুন
৩৬।সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে -২২ ডিসেম্বর
৩৭। নিরক্ষরেখা বলা হয় পৃথিবীর- মহাবৃত্ত বা বৃহত্তম বৃত্ত
৩৮। দিনরাত্রি হয় -আহিকগতি গতির জন্য
৩৯। সূর্য ও তার চারদিকের ঘূর্ণায়মান জ্যোতিষ্কগুলিকে এক সঙ্গে বলে- সৌর পরিবার
৪০। সৌরদিন অপেক্ষা নাক্ষত্র দিন- ৩.৫৬ সে. কম
৪১। পৃথিবী তার অক্ষের ওপর আবর্তন করে- পশ্চিম থেকে পূর্বে
৪২। সর্বোচ্চ অক্ষাংশ বলা হয় -৯০° উত্তর বা দক্ষিণ অংশকে
৪৩। হ্যালির ধূমকেতু দেখা যায়- প্রায় ৭৬ বছর অন্তর

যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB  করুন।
আমাদের সঙ্গে থাকুন 
YouTube channel  : https://goo.gl/34LucN

Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ

৪৪। সূর্যের চারদিকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে-৩৬৫ ১/৪
দিনের সামান্য কম
৪৫। ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়-সূর্যের চারদিকে
৪৬।যে গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্বদিকে অস্ত
যায়-শুক্র
৪৭। প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী-সূর্যকে প্রদক্ষিণ
করার সময় তার কক্ষপথের পথ
এগিয়ে যায় - প্রায় ১°
৪৮। পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্বের একক -
আলোকবর্ষ
৪৯। সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান -বিষুব রেখায়
৫০। উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোটো হয় -২১শে ডিসেম্বর
৫১। পৃথিবীর সমস্ত স্থানে দিন- রাত্রের দৈর্ঘ্য সমান হয়-২১ মার্চ
ও ২৩ সেপ্টেম্বর
৫২। কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়-
১২ ঘণ্টা
৫৩। প্রতিটি অক্ষরেখার কোণের
সমষ্টি- ৩৬০°
৫৪। আন্তর্জাতিক তারিখরেখার
দ্রাঘিমার মান- ১৮০°
৫৫। কলকাতা ও এলাহাবাদের
মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য- ২৪
মিনিট
৫৬। প্রতিপাদ স্থানের সময়ের
ব্যবধান- ১২ ঘণ্টা
৫৭। ভারতের প্রমাণ সময়
নির্ধারিত হয়েছে যে কোন
শহরের ভিত্তিতে- এলাহাবাদ
৫৮। পৃথিবীর প্রমাণ সময় হল-
গ্রিনিচের স্থানীয় সময়
৫৯। গ্রিনিচে যখন দুপুর ১২টা তখন
কলকাতায় সময় -বিকাল ৫-৩০
৬০। একই দ্রাঘিমা বিশিষ্ট দুটি
স্থানের- সৌর সময় একই
৬১। ঋতু পরিবর্তন হয়-বার্ষিক
গতির ফলে
৬২। নিরক্ষরেখার পরিধি
সর্বাধিক বলে একে বলে- মহাবৃত্ত
৬৩। প্রতি ১° দ্রাঘিমার ব্যবধানে
সময়ের পার্থক্য হয়-৪ মিনিট
৬৪। যে যন্ত্রের সাহায্যে
গ্রিনিচের সময় নির্ণয় করা হয়,
তা হল-ক্রনোমিটার
৬৫। কোন যন্ত্রের সাহায্যে
কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়
করা যায় -সেক্সট্যান্ট
৬৬। যে প্রণালীর মধ্য দিয়ে
আন্তর্জাতিক তারিখরেখা
কল্পনা করা হয়েছে- বেরিং
প্রণালী
৬৭।যে বৃত্তটি সবচেয়ে বড়ো -
নিরক্ষরেখা
৬৮। গ্রহদের আলোর উৎস-সূর্য
৬৯। পৃথিবীর আলোকিত অর্ধাংশ
এবং অন্ধকার অর্ধাংশের
মধ্যবর্তী বৃত্তাকার
সীমারেখাকে বলে- ছায়াবৃত্ত
৭০। সৌরজগতের যে গ্রহের আকর্ষণ
ক্ষমতা সব থেকে শক্তিশালী -
বৃহস্পতি
৭১। পৃথিবীর আনুমানিক বয়স- ৪,৬০০
মিলিয়ন বর্ষ
৭২। সূর্যগ্রহণ হয় - চাদ যখন সূর্য ও
পৃথিবীর মাঝে আসে
৭৩। চন্দ্রগ্রহণ হয়-চাঁদ যখন
পৃথিবীর সঙ্গে সমকোণ হয়
৭৪। জোয়ার ভাটায় চাদের
আকর্ষণ, সূর্যের আকর্ষণের -দ্বিগুন
৭৫। দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ
জোয়ারের মধ্যবর্তী ব্যবধান কত
-২৪ ঘন্টা ৫২ মিনিট

যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB করুন।
আমাদের সঙ্গে থাকুন ।
YouTube channel  : https://goo.gl/34LucN

Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt

৭৬। মুখ্য জোয়ারের যে সময় পর
সেই স্থানে গৌণ জোয়ার হয়-১২
ঘন্টা ২৬ মিনিট
৭৭। কোনো স্থানে একটি জোয়ার
ও একটি ভাটার মধ্যে সময়ের
ব্যবধান -৬ ঘন্টা ১৩ মিনিট
৭৮। প্রত্যহ জোয়ার ভাটা হয় - ২
বার জোয়ার ও ২ বার ভাটা
৭৯। ভূমিকম্পের কেন্দ্র সাধারণত
ভূপৃষ্ঠ থেকে -১৬ কিমির মধ্যে
অবস্থান করে
৮০। ভূগর্ভে যেখানে ভূ কম্পনের
উৎপত্তি হয় তাকে বলে-
ভূমিকম্পের কেন্দ্র
৮১। ভূমি কম্পের তীব্রতা নির্ণয়
স্কেল হল -রিখটার স্কেল
৮২। ভূমিকম্প রেকর্ডধারী
যন্ত্রটির নাম -সিসমোগ্রাফ
৮৩। ভূমিকম্পের দেশ বলে-
জাপানকে
৮৪। ভূমিকম্পের মূল কারণ হল-ভূ-
আলোড়ন
৮৫। রিখটার স্কেলে ভূমিকম্পের
তীব্রতা যে মাত্রা অতিক্রম
করলে জীবন ও সম্পত্তি হানির
আশঙ্কা থাকে তা হল-৫
৮৬।ভূমিকম্পহেতু বিশাল
সামুদ্রিক ঢেউকে বলে-সুনামি
৮৭। সুনামি শব্দটি হল-জাপানি
শব্দ
৮৮।সর্বাধিক ধ্বংস সাধনকারী
তরঙ্গটি হল-L তরঙ্গ
৮৯। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়-P
তরঙ্গকে
৯০। অনুপস্থ তরঙ্গ বলা হয়- S-
তরঙ্গকে
৯১। ভূমিকম্পের তরঙ্গ সর্বপ্রথম
এসে পৌঁছায়-উপকেন্দ্রে
৯২। রিখটার স্কেল অনুযায়ী
পৃথিবীর সর্বাপেক্ষা তীব্র
ভূমিকম্পের মান- ৮.৯
৯৩। ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ
- ম্যাগমা নামে পরিচিত
৯৪। স্তর থাকে না -আগ্নেয়
শিলায়
৯৫। কয়লা -জৈব পাললিক শিলা
৯৬। নাইস -রূপান্তরিত শিলা
৯৭। মার্বেল- চুনাপাথরের
পরিবর্তিত রূপ
৯৮। জীবাশ্ম পাওয়া যায় -
পাললিক শিলায়
৯৯। কয়লা রূপান্তরিত হয়ে পরিণত
হয়-গ্রাফাইটে
১০০। বেলে পাথর একটি-সংঘাত
শিলা
----------------------------------------------------------------------------------------------------
বিভিন্ন অনুপ্রেরণা মূলক বই , চাকরির খবর,  টেকনিক্যাল নলেজ , অ্যাপ সাজেশান , ভিডিও জিকে , চাকরির/ ইন্টারভিউ টিপস - প্রভৃতি বিভিন্ন বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিও চ্যানেল  -এ সাবসক্রাইব করুন । সাবসক্রাইব করলে নতুন ভিডিও পোস্ট হলেই অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন ।
যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB করুন।
আমাদের সঙ্গে থাকুন ।
YouTube channel  : https://goo.gl/34LucN

Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt

No comments:

Post a Comment