1. পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন
2. আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি
3. সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)
4. (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)
5. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি
6. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি
7. মোট মহাসাগর- ৫টি
8. মোট মহাদেশ- ৭টি
9. মোট রাষ্ট্র- ২০৪টি
10. মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র
11. সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান
1. বৃহত্তম --> এশিয়া
2. মহাদেশ --> এশিয়া
3. রাষ্ট্র (আয়তন) --> রাশিয়া
4. রাষ্ট্র (জনসংখ্যা) --> চীন
5. মহাসাগর --> প্রশান্ত বা প্যাসিফিক
1. বৃহত্তম --> ওশেনিয়া
2. মহাদেশ --> ওশেনিয়া
3. রাষ্ট্র (আয়তন) --> ভ্যাটিকান
4. রাষ্ট্র (জনসংখ্যা) --> ভ্যাটিকান
5. মহাসাগর --> উত্তর বা আর্কটিক
দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল
যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন
বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
1. মহাদেশ --> এশিয়া
2. দেশসমূহ --> নেপাল
ভুটান
আফগানিস্তান
লাওস
মঙ্গোলিয়া
কাজাকিস্তান
কিরগিস্তান
উজবেকিস্তান
তাজাকিস্তান
তুর্কমেনিয়া
আজারবাইজান
3. মোট --> ১১ টি
1. মহাদেশ --> আফ্রিকা
2. দেশসমূহ --> মালি
নাইজার
উগান্ডা
বতসোয়ানা
জিম্বাবুই
রুয়ান্ডা
বুরুন্ডি
মালাবি
জাম্বিয়া
সোয়াজিল্যান্ড
চাঁদ
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
বারকিনা ফাসো
লেসোথো
ইথিওপিয়া
3. মোট --> ১৫ টি
1. মহাদেশ --> ইউরোপ
2. দেশসমূহ --> অস্ট্রিয়া
সুইজারল্যান্ড
মালদোভা
শ্লোভাকিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
বেলারুশ
লুক্সেমবার্গ
আর্মেনিয়া
সার্বিয়া
3. মোট --> ১০ টি
1. মহাদেশ --> দক্ষিণ আমেরিকা
2. দেশসমূহ --> প্যারাগুয়ে
বলিভিয়া
3. মোট --> ২ টি
সর্বমোট ৪৪ টি
যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB করুন।
আমাদের সঙ্গে থাকুন ।
YouTube Channel : https://goo.gl/Ajgxcm
Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt
একনজরে মহাদেশ পরিচিতি
1. মহাদেশ --> এশিয়া
2. আয়তন (বর্গ কিমি) --> ৪,৪৪,৯৩,০০০
3. লোকসংখ্যা --> ৪১২ কোটি ১১ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৫৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৪৮
6 . সর্বোচচ স্থান (মিটার)--> মাউন্ট এভারেস্ট (৮৮৫০)
1. মহাদেশ --> আফ্রিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ২,৯৮,০০,৪৫০
3. লোকসংখ্যা --> ১০০কোটি ৯৯ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৫৬
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৫৪
6. সর্বোচচ স্থান (মিটার)--> কিলিমাঞ্জারো (৫৯৬৩)
1. মহাদেশ --> উত্তর আমেরিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ২,৪৩,২০,১০০
3. লোকসংখ্যা --> ৫৩ কোটি ৩৩ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ২৩
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ২৩
6. সর্বোচচ স্থান (মিটার)--> ম্যাককিনলে (৬১৯৪)
1. মহাদেশ --> দক্ষিন আমেরিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ১,৭৫,৯৯,০৫০
3. লোকসংখ্যা --> ৩৮ কোটি ২ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ১২
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১২
6. সর্বোচচ স্থান (মিটার)--> আকাঙ্গাগুয়া (৬৯৫৯)
1. মহাদেশ --> ইউরোপ
2. আয়তন (বর্গ কিমি) -->১,০৫,৩০,৭৫০
3. লোকসংখ্যা --> ৭৩ কোটি ২২ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ৪৮
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ৪৬
6. সর্বোচচ স্থান (মিটার)--> মাউন্ট এলবুর্জ (৫৬৩৩)
1. মহাদেশ --> ওশেনিয়া
2. আয়তন (বর্গ কিমি) --> ৭৬,৮৭,১২০
3. লোকসংখ্যা --> ৩ কোটি ৫৪ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ১৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১৪
6. সর্বোচচ স্থান (মিটার)--> পুঁসাক জায়া (৪৮৮৪)
1. মহাদেশ --> এন্টার্কটিকা
2. আয়তন (বর্গ কিমি) --> ১,৫২,০৪,৫০০
3. লোকসংখ্যা --> ৪ হাজার
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) -->
5. জাতিসংঘ ভুক্ত দেশ -->
6. সর্বোচচ স্থান (মিটার)--> ভিনসন মাসিক (৪৮৯৭)
1. মহাদেশ --> মোট
2. আয়তন (বর্গ কিমি) --> ১৪,৮৯,৫০,৩২০
3. লোকসংখ্যা --> ৬৮২ কোটি ৯৮ লাখ
4. দেশ সংখ্যা (স্বাধীন দেশ) --> ২০৪
5. জাতিসংঘ ভুক্ত দেশ --> ১৯৩
6. সর্বোচচ স্থান (মিটার)-->
যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB করুন।
আমাদের সঙ্গে থাকুন ।
YouTube Channel : https://goo.gl/Ajgxcm
Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt
পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি
প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ায় ৩টি বিশেষ অঞ্চল রয়েছে-
1. অঞ্চলের নাম --> মাইক্রোনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ) কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ) নাউরু পালাউ
1. অঞ্চলের নাম --> মেলোনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> ক্যারোলিন দ্বীপপুঞ্জ
মার্শাল দ্বীপপুঞ্জ
মারিয়ানা দ্বীপপুঞ্জ (গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ)
কিরিবাতি (বানাবা ও জিলবার্ট দ্বীপপুঞ্জ)
নাউরু
পালাউ
1. অঞ্চলের নাম --> পলিনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> পাপুয়া নিউগিনি
ফিজি
সলোমন দ্বীপপুঞ্জ
ভানুয়াতু
মালুকু দ্বীপপুঞ্জ (ইন্দোনেশিয়া)
নিউ ক্যালিডোনিয়া (ফ্রান্স)
নিউগিনি (ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি)
বিসমার্ক (পাপুয়া নিউগিনি)
সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জ (সলোমন দ্বীপপুঞ্জ)
1. অঞ্চলের নাম --> পলিনেশিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> সামোয়া
আমেরিকান সামোয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
হাওয়াই (মার্কিন যুক্তরাষ্ট্র)
টুভ্যালু
টোঙ্গা
মারকুয়েজ আইল্যান্ড
ইস্টার আই্ল্যান্ড (চিলি)
নিউজিল্যান্ড
কুক দ্বীপপুঞ্জ (নিউজিল্যান্ড)
নিউ (নিউজিল্যান্ড)
তোকেলউ (নিউজিল্যান্ড)
ফ্রেঞ্চ পলিনেশিয়া (ফ্রান্স)
নরফোক আইল্যান্ড (অস্ট্রেলিয়া)
পিটকেয়ার্ন আইল্যান্ড (বৃটেন)
রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল
1. অঞ্চলের নাম --> আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> সৌদি আরব
কুয়েত
কাতার
সংযুক্ত আরব আমিরাত
ওমান
বাহরাইন
ইয়েমেন
3. অন্যান্য তথ্য -->
1. অঞ্চলের নাম --> বাল্টিক রাষ্ট্রসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> এস্তোনিয়া
লাটভিয়া
লিথুয়ানিয়া
(ফিনল্যান্ড)
3. অন্যান্য তথ্য --> প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী ৩ রাষ্ট্র এবং প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে স্বাধীনতা লাভকারী ফিনল্যান্ড (১৯২০)
1. অঞ্চলের নাম --> স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ
2. অন্তর্গত দেশসমূহ --> ডেনমার্ক
নরওয়ে
সুইডেন
আইসল্যান্ড
ফিনল্যান্ড
ফ্যারো আইল্যান্ড
গ্রিনল্যান্ড
3. অন্যান্য তথ্য --> মূলত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন; স্ক্যান্ডিনেভিয়ান ভাষা ও সংস্কৃতি অধ্যূষিত অঞ্চল
1. অঞ্চলের নাম --> পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ
2. অন্তর্গত দেশসমূহ --> অ্যান্টিগুয়া এন্ড বারবুডা
বাহামা
বার্বাডোজ
কিউবা
ডোমিনিকা
ডোমিনিক প্রজাতন্ত্র
গ্রেনাডা
হাইতি
জ্যামাইকা
সেন্ট কিটস এন্ড নেভিস
সেন্ট লুসিয়া
সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডিয়ান্স
ত্রিনিদাদ ও টোবাগো
যদি ভালো লাগে, Career Guidance এই পেজ টা
LIKE |COMMEN T | SHARE | SUBSCRIB করুন।
আমাদের সঙ্গে থাকুন ।
YouTube Channel : https://goo.gl/Ajgxcm
Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt
1. অঞ্চলের নাম --> সাবেক সোভিয়েত ইউনিয়ন
2. অন্তর্গত দেশসমূহ --> রাশিয়া
ইউক্রেন
কাজাখস্তান
উজবেকিস্তান
বেলারুশ
আজারবাইজান
মলদোভা
জর্জিয়া
লিথুয়ানিয়া
কিরঘিজিস্তান
তাজিকিস্তান
আর্মেনিয়া
লাটভিয়া
তুর্কমেনিস্তান
এস্তোনিয়া
3. অন্যান্য তথ্য --> ১৯৯১ সালে ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়
1. অঞ্চলের নাম --> সি আই এস ভুক্ত (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস)
2. অন্তর্গত দেশসমূহ --> আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
কাজাখস্তান
কিরঘিজিস্তান
মোলদোভা
রাশিয়া
তাজিকিস্তান
তুর্কমেনিস্তান
উজবেকিস্তান
(ইউক্রেন)
3. অন্যান্য তথ্য --> পূর্বে জর্জিয়া সি আই এস-র সদস্য থাকলেও সম্প্রতি সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে । আর ইউক্রেন শুরু থেকেই (১৯৯১) এর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও সদস্য হয়নি ।
1. অঞ্চলের নাম --> সাবেক চেকোশ্লোভাকিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> চেক প্রজাতন্ত্র
শ্লোভাকিয়া
3. অন্যান্য তথ্য -->১ জানুয়ারি ১৯৯৩ সালে ভেঙ্গে চেক প্রজাতন্ত্র ও শ্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়
1. অঞ্চলের নাম --> সাবেক যুগোশ্লাভিয়া
2. অন্তর্গত দেশসমূহ --> র্বিয়া
ক্রোয়েশিয়া
শ্লোভেনিয়া
মন্টিনিগ্রো
বসনিয়া এন্ড হার্জেগোভিনা
মেসিডোনিয়া
কসোভো
3. অন্যান্য তথ্য --> ১৯৯২ সালে ভেঙ্গে ৪টি পৃথক প্রজাতন্ত্র হয়- ক্রোয়েশিয়া, শ্লোভেনিয়া, মেসিডোনিয়া এবং বসনিয়া এন্ড হার্জেগোভিনা । পরবর্তীতে ২০০৬ সালে চূড়ান্তভাবে যুগোশ্লাভিয়া ভেঙে যায়, সার্বিয়া ও মন্টিনিগ্রো আলাদা হয়ে গেলে । ২০০৮ সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে ।
1. অঞ্চলের নাম --> ইন্দোচীন
2. অন্তর্গত দেশসমূহ --> লাওস
কম্বোডিয়া
ভিয়েতনাম
3. অন্যান্য তথ্য -->
বিভিন্ন বিখ্যাত অঞ্চল (region)
1. নাম --> সেভেন সিস্টারস
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭ টি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয়
1. নাম --> গোল্ডেন ট্রায়াঙ্গল
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
1. নাম --> গোল্ডেন ক্রিসেন্ট
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল
1. নাম --> গোল্ডেন ওয়েজ
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত
1. নাম --> গোল্ডেন ভিলেজ
2. অন্তর্ভূক্ত অঞ্চল বা দেশ --> বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রাম
3. বিশেষত্ব/ গুরুত্বপূর্ণ তথ্য --> গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত
বিভিন্ন বিখ্যাত অর্থনৈতিক জোট/ (দেশ)
1. জোট --> 3-Tigers
2. দেশ --> জাপান, জার্মানি, ইতালি
1. জোট --> 4-Tigers
2. দেশ --> দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং
1. জোট --> সুপার সেভেন
2. দেশ --> মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড + ফোর টাইগারস (দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
1. জোট --> ইস্ট এশিয়ান মিরাকল
2. দেশ --> জাপান + সুপার সেভেন (মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং)
No comments:
Post a Comment