Monday, March 27, 2017

MCQ Set 1 : Indian Polity and Economy (বাংলা)

আমাদের Study Material যে কোন পরীক্ষাতে খুব কাজে লাগবে ।
যদি ভালো লাগে, Career Guidance  এই পেজ টা লাইক করুন।
YouTube Channel : https://goo.gl/Ajgxcm
Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt


LIKE |COMMENT |SHARE |SUBSCRIE
-----------------------------------------------------------------------------------------



1. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল
  (A) তৃতীয় পরিকল্পনা     (B)  চতুর্থ পরিকল্পনা      (C)  পঞ্চম পরিকল্পনা     (D)  ষষ্ঠ পরিকল্পনা

2. মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনও দ্রব্যের
  (A)  সর্বশেষ ভোক্তার উপর     (B) উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর   (C)  উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর   (D)  উৎপাদকের উৎপাদন ব্যয়ের অঙ্কে সর্বমোট যে মূল্য যুক্ত হয় তার উপর

3.  2001 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায়
    (A)  কলকাতায়     (B)  পুরুলিয়ায়      (C) হুগলিতে     (D)  উত্তর দিনাজপুরে

4. তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য
   (A) জম্মু ও কাশ্মির     (B)  মিজোরাম     (C) মণিপুর     (D) নাগাল্যান্ড

5. পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নোক্ত অঞ্চলে
    (A) মেদনিপুর অঞ্চলে    (B)  ঝাড়গ্রাম অঞ্চলে     (C)  নন্দীগ্রাম অঞ্চলে    (D) হলদিয়ায়

6.  নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে ?
    (A) পরিষেবা কর    (B)  কোম্পানি আয়কর     (C)  বৃত্তি কর     (D) কৃষি আয়কর

7. 1992 সালে  সংবিধানের 73 তম সংশোধনীটি
     1. গ্রাম ও অন্যান স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে ।
     2. সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নুতন অংশ সংযোজিত করেছে ।
     3. নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন ।
    উপরের বিবৃতি গুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ?
     (A) 1এবং 2    (B) 1 এবং  3     (C) শুধুমাত্র 1    (D) শুধুমাত্র  2

8. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
   (A)  245 ধারা      (B)  280 ধারা     (C) 356 ধারা     (D) 370 ধারা

9. পাশ্চিমবঙ্গে  2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়
    (A)  মালদায়     (B)  উত্তর দিনাজপুরে    (C) দক্ষিণ দিনাজপুরে      (D) দক্ষিণ 24 -পরগনায়

10. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল
   (A) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য    (B)  শাসন সংস্কারের জন্য    (C) শিক্ষা সংস্কারের জন্য     (D)  জেল কোড সংস্কারের জন্য

11. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ? 
     (A)  পঞ্চম পরিকল্পনা    (B) ষষ্ঠ পরিকল্পনা     (C) সপ্তম পরিকল্পনা     (D)  অষ্টম পরিকল্পনা

12. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
   (A) বি.আর.আম্মেদকর      (B) জহরলাল      (C)  রাজেন্দ্রপ্রসাদ     (D) ফিরোজশা মেহতা 

13. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
    (A) দাদাভাই নৌরজী     (B)  বদরুদ্দিন তায়েরজী       (C)  ডব্লিউ সি. ব্যানার্জি    (D) ফিরোজশা মেহতা

14. নীচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন :
     1.  ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে 
     2.  সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার 
    উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোন গুলি সঠিক ?
   (A) শুধুমাত্র  1    (B) শুধুমাত্র  2     (C) 1 এবং 2 উভয়েই      (D)  1 এবং 2 এর কোনটিই নয়

15. ভারতের নতুন সংবিধান কবে গৃহিত ( স্বাক্ষরিত ) হয়েছিল ?
    (A)  26  নভেম্বর 1949     (B)  20  ডিসেম্বর 1949    (C)  25 ডিসেম্বর 1949    (D) 26 জানুয়ারী 1950

16. নীচের কোন দলটি গত লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না ?
    (A) CPI(M)     (B)  জনতা (S)      (C)  TRS     (D)  SP

17. ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল 
    (A)  আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রসাশন 
    (B)  কতক্গুলি রাজ্যের  তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ 
    (C)  কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে 
    (D)  দলত্যাগের কারণে কখন পদ বাতিল হবে

18. ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল   
    (A) 1990  সালে    (B) 1991 সালে    (C) 1992 সালে    (D)  1993 সালে

19. কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
    (A) 73 তম     (B)  74 তম     (C) 86 তম    (D) 91 তম

20. ভারতীয় সংবিধানের 109তম  সংশোধনটি –––- এর সঙ্গে সম্পর্কিত ।
    (A) রাষ্ট্রপতির ক্ষমতা     (B) ভোটার বয়স     (C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ     (D) সরকারী ভাষা

..................Q.1000

 Download Full Pdf File....Recently  Uploded...

(How to download / Need Help)
------------------------------------------------------------------
আমাদের Study Material যে কোন পরীক্ষাতে খুব কাজে লাগবে ।
যদি ভালো লাগে, Career Guidance  এই পেজ টা লাইক করুন।
YouTube Channel : https://goo.gl/Ajgxcm
Facebook Page : https://goo.gl/jRYwLo
Facebook Group: https://goo.gl/S3eFYQ
Website: https://goo.gl/sTp4tt


LIKE |COMMENT |SHARE |SUBSCRIE
-----------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment